বঙ্গবন্ধুর বিখ্যাত উক্তিগুলি - এক নজরে দেখে নিন
বঙ্গবন্ধু তার সংগ্রামী রাজনৈতিক জীবনে মূল্যবান কিছু উক্তি আমাদেরকে দিয়ে গিয়েছেন। তাই আজ আমরা বঙ্গবন্ধুর বিখ্যাত উক্তি গুলি আপনাদের সামনে তুলে ধরেছি। আসুন এক নজরে দেখে নিন বঙ্গবন্ধুর বিখ্যাত উক্তিগুলি –
“শ্মশান বাংলাকে আমরা সোনার বাংলা করে গড়ে তুলতে চাই । সে বাংলায় আগামীদিনের মায়েরা হাসবে, শিশুরা খেলবে। আমরা শোষণমুক্ত সমাজ গড়ে তুলব।”
- (বঙ্গবন্ধুর ২৬ মার্চ, ১৯৭২-এর বেতার ও টেলিভিশন ভাষণ থেকে)
“যারা বাংলাদেশকে লুট করেছে তাদের সঙ্গে কোনো আপোস নেই। দেশকে এবং দেশের মাটিকে ভালবাসি বলেই আমি রাজনীতিতে আছি। আমি অন্যের পয়সা চাই না। কিন্তু বাংলাদেশের পাওনা কড়ায়-গন্ডায় ফিরিয়ে দিতে হবে। দুঃখী বাংলার মানুষের মুখের হাসি ফুটিয়ে তুলতে প্রয়োজনবোধে জীবনদান করতে আমি প্রস্তুত আছি।“
- (বঙ্গবন্ধু, নবগঠিত পটুয়াখালী সদর দপ্তর, ১১ জানুয়ারি, ১৯৭১)
“যেদিন আপনারা বাংলার মানুষের এই ভালোবাসা ও আস্থার অমর্যাদা করবেন, সেদিনই আপনাদের মুজিব ভাইয়ের, আপনাদের এবং আপনাদের প্রিয় আওয়ামী লীগের মৃত্যু হবে। আর সেই সঙ্গে চিরতরে নির্মূল হয়ে যাবে বাঙালির ভবিষ্যতের আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন-সাধ।“
- (বঙ্গবন্ধু, জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের যৌথ অধিবেশন উদ্বোধনী অনুষ্ঠান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, ঢাকা ১৫ ফেব্রুয়ারি, ১৯৭১)
“নিজেদের প্রাণ দিয়েও যদি এদেশের ভবিষ্যৎ নাগরিকদের জীবনকে কণ্টকমুক্ত করতে পারি, আগামী দিনগুলোকে সকলের জন্য সুখী, সুন্দর ও সমৃদ্ধশালী করে তুলতে পারি এবং দেশবাসীর জন্য যে কল্পনার নকশা এতদিন ধরে মনের পটে এঁকেছিলাম সে স্বপ্নের বাস্তব রূপায়নের পথ প্রশস্ত করে দুঃখের বোঝা যদি কিছুটাও লাঘব করে যেতে পারি তাহলে আমাদের সংগ্রাম সার্থক হবে।“
- (বঙ্গবন্ধু, গণমাধ্যমে বিবৃতি, ১ ডিসেম্বর, ১৯৭০)
“Do justice to the people, care for the sentiments of the people, respect the sentiments of the people, and allow them to decide.”
- (বঙ্গবন্ধু, ২৮ সেপ্টেম্বর, ১৯৫৫, পাকিস্তান আইন পরিষদের অধিবেশন; এসেম্বলী চেম্বার, করাচি)
“If you want to earn money you can earn outside, but when you have come as representative of the people to serve the people, then you should not become rich at the expense of the poor, because it is the poor who give the taxes, it is their money; you have no right to enjoy at their expense.”
- (বঙ্গবন্ধু, ১৪ ফেব্রুয়ারি ১৯৫৬, পাকিস্তান আইন পরিষদের অধিবেশন; এসেম্বলী চেম্বার, করাচি)
“আমাকে গ্রেফতার করে কোনো লাভ হবে না। যেমন অতীতেও লাভ হয় নি । আমাকে হত্যা করা হলে হাজারো শেখ মুজিব প্রতিরোধের জন্যে এগিয়ে আসবে। ওরা জানে, ওরা শেষ হয়ে গেছে এবং এই উপলব্ধি আমাকে আনন্দ দিচ্ছে। ওরা যদি আমাকে হত্যা করে এবং তোমাদেরকে আমার লাশ দেখতে দেয়, তখনো দেখবে, আমার মুখে হাসির রেখা ফুটে রয়েছে।“
- (সিদ্দিকুর রহমান অনূদিত রবার্ট পেইনের ‘দি টর্চাড অ্যান্ড দি ড্যাড' অনুবাদ 'সেই দুঃসময়', পৃষ্ঠা ১৯)
“বাংলার উর্বর মাটিতে যেমন সোনা ফলে, ঠিক তেমনি পরগাছা ও জন্মায়। একইভাবে বাংলাদেশে কতকগুলো রাজনৈতিক পরগাছা রয়েছে, যারা বাংলার মানুষের বর্তমান দুঃখ দুর্দশার জন্য দায়ী। আসন্ন নির্বাচনে এসব রাজনৈতিক পরগাছাদের শুধু উৎপাটিতই করা হবে না, তাদেরকে চিরতরে সম্পূর্ণভাবে নির্মূল করা হবে এই বাংলার মাটি থেকে।“
- (— বঙ্গবন্ধু; নির্বাচনী জনসভা, জয়দেবপুর ৩০ অক্টোবর, ১৯৭০)
“সামনে আমাদের কঠিন দিন। আমি আপনাদের মাঝে নাও থাকতে পারি । মানুষকে তো একদিন মরতেই হয় । আমি জানি না, আবার কবে আপনাদের সামনে দাঁড়াতে পারবো। তাই আজ আমি আপনাদের এবং সারা বাংলার মানুষকে ডেকে বলছি, চরম ত্যাগের জন্যে প্রস্তুত হন । বাঙালি যেন আর অপমানিত লাঞ্ছিত না হয় । শহীদদের রক্ত যেন বৃথা না যায়।“
- (—বঙ্গবন্ধু; কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা ২০-২১ ফেব্রুয়ারি মধ্যরাত, ১৯৭১)
“নির্বাচনের পর স্বার্থবাদী মহল আবার ব ষড়যন্ত্র চালানোর চেষ্টা করলে তাদের সম্পূর্ণভাবে নির্মূল করার জন্যে আমি গণআন্দোলনের ডাক দেবো। বাংলার মানুষের কল্যাণ এবং মুক্তির জন্য এটা আমার শেষ সংগ্রাম।“
- (— বঙ্গবন্ধু; নির্বাচনী জনসভা, জয়দেবপুর, ৩০ অক্টোবর, ১৯৭০)
“সমাজতন্ত্র আমি দুনিয়া থেকে ভাড়া করে আনতে চাই না, এ সমাজতন্ত্র হবে বাংলার মাটির সমাজতন্ত্র। এ সমাজতন্ত্র বাংলার মানুষের সমাজতন্ত্র, তার অর্থ হলো শোষণহীন সমাজ, সম্পদের সুষম বণ্টন । বাংলাদেশে ধনীদের আমি আর ধন-সম্পদ বাড়াতে দেব না। বাংলার কৃষক, মজদুর, বাংলার বুদ্ধিজীবী, শ্রমিক এ দেশে সমাজতন্ত্রের সুবিধা ভোগ করবে।“
- (— বঙ্গবন্ধু; সোহরাওয়ার্দি উদ্যান, ৭ জুন, ১৯৭২।)
“আন্দোলন গাছের ফল নয়। আন্দোলন মুখ দিয়ে বললেই করা যায় না। আন্দোলনের জন্য জনমত সৃষ্টি করতে হয়। আন্দোলনের জন্য আদর্শ থাকতে হয় । আন্দোলনের জন্য নিঃস্বার্থ কর্মী থাকতে হয়। ত্যাগী মানুষ থাকা দরকার। আর সর্বোপরি জনগণের সংঘবদ্ধ ও ঐক্যবদ্ধ সমর্থন থাকা দরকার।“
- (— বঙ্গবন্ধু; আওয়ামী লীগের দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন, ঢাকা, ১৮ জানুয়ারি, ১৯৭৪)
“সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই । শোষিত, নির্যাতিত ও লুণ্ঠিত বাংলাদেশের সমাজদেহে সমস্যার অন্ত নেই । এই সমস্যার জটগুলোকে খুলে সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়তে হলে দেশবাসীকে কঠোর পরিশ্রমের মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে।“
- (— বঙ্গবন্ধু: জাতীয় দিবস উপলক্ষে ভাষণ, ১৫ ডিসেম্বর, ১৯৭৪)
“বাংলার মানুষের ভালোবাসার প্রতিদানে আমার দেবার কিছু নাই । একমাত্র প্রাণ দিতে পারি । আর তা দেয়ার জন্য সবসময় প্ৰস্তুত আছি।“
(— বঙ্গবন্ধু; সংবর্ধনা সভা, মৌলভীবাজার, ৯ ফেব্রুয়ারি, ১৯৭১)
“যারা আমাকে কারাগার থেকে মুক্ত করে এনেছে এবং ভোট দিয়েছে আমি মরে গেলেও আমার আত্মা তাদের সুখ ও সমৃদ্ধি যখন দেখতে পাবে, তখন শান্তি পাবে। ৭ কোটি মানুষকে হত্যা করতে পারবেন না । আমি না থাকলেও বাংলার মানুষ তাদের লক্ষ্যপথে এগিয়ে যাবে।“
- (— বঙ্গবন্ধু; পল্টনের জনসভা, ৩ মার্চ, ১৯৭১)
“মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ । এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম । এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।“
- (— বঙ্গবন্ধু; রেসকোর্স ময়দান, ৭ মার্চ, ১৯৭১)
“মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ । এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম । এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।“
- (— বঙ্গবন্ধু; রেসকোর্স ময়দান, ৭ মার্চ, ১৯৭১)
Blogger Comment
Facebook Comment