Islamic Sms , Bangla Islamic Sms,Bengali BD Islamic Sms
ইসলামিক এসএমএস :
ফুল কে ভালবাসলে পাবে ঘ্রাণ
ইসলামকে ভালবাসলে পাবে সম্মান
রাসুল (সঃ) কে ভালবাসলে হবে আদর্শবান
আল্লাহ কে ভালবাসলে পাবে দুজাহান ।
পৃথিবীতে যা কিছু করবা কর, কিন্তু নামাজ বাদ দিও না । কারন নামাজ তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে ।
নামাজ পড় , অন্যকে পড়তে বলো । কোরআন তেলাওয়াত করো , অন্যকে করতে বলো । দিনে রাতে ১০ বার কালেমা পড়, অন্যকে পড়তে বলো । দিনে ২০ বার মৃত্যুর কথা স্মরণ করো । নিজে ভালো হও, অন্যকে ভালো হতে সাহায্য করো । বাবা মা কে সম্মান করো । অন্যকে করতে বলো । নিশ্চয়ই আল্লাহ তোমার মঙ্গল করবেন … আমিন ।
“আজান” নামাজের আহবান । “নামাজ” বেহেস্তের চাবি । “বেহেস্ত” পরকালের বাড়ি । “পরকাল” চির স্থায়ী । তাই, আজান শুনলেই নামাজ পড় ।
পৃথিবী একটা ফিল্ম, যার ডিকেক্টর হলেন মহান স্রষ্ঠা । হিরো – হিরোয়িন হলো মানুষ , আর ভিলেন হল শয়তান । আর এই ফিল্ম টি মুক্তি পাবে কেয়ামতের দিন ।
একদিন সাদা কাপড় পড়ে,
যেতে হবে অন্ধকার কবরে ।
তোমার সব কিছু পড়ে রবে দুনিয়াতে ,
একটু ভাবো মরন কালে তোমার সাথে কি যাবে ?
তাই আল্লাহকে ভয় করো ।
প্রিয় গ্রাহক, প্রতি ৫ ওয়াক্ত নামাজে আপনি পেয়েছেন ৫ বার বেয়াম, ৫ বার পবিত্রতা, ৫ বার আল্লহর সাক্ষাত করার সুবর্ণ সুযোগ । জ্বলে উঠুন আল্লাহর রহমতে ।
যখন তোমার জীবনের উপর আঘাত আসবে, ইসলাম দিয়ে তা প্রতিহত কর । আর যখন ইসলামের উপর আঘাত আসবে, তোমার জীবন দিয়ে তা প্রতিহত কর । —- হযরত আলী (রাঃ)
আল্লাহ তায়ালা বলেনঃ- তুমি ওই দিনকে ভয় করো , যে দিন তোমার মুখে তালা লাগিয়ে দেয়া হবে আর তোমার হাত পা তোমার ক্রিত কর্মের সাক্ষী দিবে । —- সুরা ইয়াসিন (৬৫)
আয় ছেলেরা, আয় মেয়েরা , নামাজ পড়তে যাই ।
রাস্তা ঘাটে বসে থেকে কোন লাভ নাই ।
৫ ওয়াক্ত নামাজ পড়লে ভালো হয় মন ।
এসো আমরা নামাজ পড়ে ধন্য করি জীবন ।
কিয়ামতের দিন রাসুলুল্লাহ (সাঃ) এর নিকটতম ব্যাক্তি সে ই হবে, যে তার প্রতি অধিক দুরুদ পাঠ করেন । —- (তিরমিজি)
পৃথিবীতে একটি মাত্র ঘর । যার নাম “কাবা ঘর” । যার উপর দিয়ে আজ পর্যন্ত কোন পাখি বা বিমান উড়ে যেতে পারে নি ।
ইসলামিক মেসেজ (islamic sms bangla) :
আল্লাহ পাকের চারটি রহমত
যা বেশীর ভাগ মানুষের পছন্দ নয়ঃ
১. কন্যা সন্তান ।
২. মেহমান ।
৩. বৃষ্টি ।
৪. রোগ বা অসুস্থতা ।
বিপদের সময়-
পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও
আল্লাহ তায়ালার দরজা সব সময় খোলা থাকে ।
কিয়ামতের দিন বেহেস্তের দিকে সর্বপ্রথম তাদেরকে আহবান করা হবে, যারা সুখে- দুঃখে আল্লহর প্রশংসা করে । (বায়হাকী)
শয়তানের দো’আ-ও ফিরিয়ে দেওয়া হয়নি, তবে মুমিন কেন হতাশ!
তোমরা ভালো কাজ করলে নিজেদের জন্যই করবে।
— সুরা বনী ইসরাঈল, ১৭-৭
প্রবৃত্তি একজন রাজাকে দাস বানিয়ে ছাড়তে পারে। আর ধৈর্য একজন দাসকে রাজার পর্যায়ে পৌঁছে দিতে পারে।
— ইমাম আল-গাজ্জালি (রহঃ)
কারো দুর্যোগে বিদ্রুপ করা গর্হিত কাজ, ইবনু সিরিন রহঃ বলেন-একবার এক ব্যক্তিকে আমি গালি দিয়ে বলেছিলাম “হে হতদরিদ্র” এ ঘটনার চল্লিশ বছর পর আল্লাহ আমাকে দরিদ্র বানিয়ে দিয়েছেন।
— সয়দুল খাতিবঃ ৪৪
আমরা চেষ্টা করতে পারি, কিন্তু শেষ ফয়সালা তো আল্লাহরই।
নিশ্চয় ওই ব্যক্তি সৌভাগ্যবান যার মৃত্যুর সাথে তাঁর গুনাহেরও মৃত্যু ঘটে।
— হাবিব আল ফারসি রহিমাহুল্লাহ
পাপ মানুষের জ্ঞান কেড়ে নেয়। ব্যক্তি যা জানতো তা ভুলে যায়।
— আল ফাওয়াইদ, পৃষ্ঠা ২১৫
যে বিপদ-আপদ ও মুসিবত আমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়, তা সেই রহমতের চেয়ে উত্তম যা আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেয়।
— ইবনে তাইমিয়া (রাহিঃ)
কোনো ভাইয়ের মুখে আমি খাবার তুলে দিলে এর স্বাদ আমি আমার মুখের ভেতর পেয়ে থাকি।
— আবু সুলাইমান দারানী
ইমাম আশ শাফি’ঈ রাহিমাহুল্লাহ বলেন, মানুষের জন্য ক্ষতিকর স্বভাব হলোঃ-
১) বেশি পরিমান কথা বলা,
২) গোপনীয় বিষয় প্রকাশ করে দেওয়া আর,
৩) যে কাউকে বিশ্বাস করা।
—- আল ইনতিকা, পৃষ্ঠাঃ ১৫৭
গুনাহ থেকে তাওবাকারী যেন ঐ ব্যক্তির ন্যায় যার কোন গুনাহ নেই।
— আল-জাওয়াব আল-কাফী, পৃঃ ১৬৫
কঠিন অন্তরের চেয়ে মারাত্মক কোন শাস্তি কখনো কাউকে দেয়া হয়নি।
— হিলয়াতুল আউলিয়া
বান্দা যেন তাঁর রব ছাড়া আর কারও প্রতি আশা না করে এবং তাঁর পাপ ছাড়া কোনো কিছুকেই ভয় না করে।
— বইঃ নবীজির পরশে সালাফের দরসে
নবী সাঃ বলেছেন-কত রোযাদার আছে যাদের রোযার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না।
— সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৬৯০
ইয়াহইয়া ইবনে মুয়াজ বলেন-দিন হল বিশুদ্ধ, নিজের পাপ দ্বারা একে কুলষিত করো না।
— সিফাতুস সাফওয়া ৪/৯৪
নবী সাঃ বলেছেন-নিশ্চই তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে মানুষকে খাবার খাওয়ায়।
— মুস্তাদরাকুল হাকিমঃ ৭৭৩৯
যার কাজকর্মের দায়িত্ব আল্লাহ না নেবে, সে অবশ্যই ধ্বংস হবে।
— বইঃ কিভাবে আল্লাহর প্রিয় হবো
Blogger Comment
Facebook Comment