বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে বিখ্যাত ব্যক্তিদের উক্তি

 বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে বিখ্যাত ব্যক্তিদের উক্তি

১। আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনিই হিমালয়।
– ফিদেল কাস্ত্রো
২।মুজিব হত্যার পর বাঙালীদের আর বিশ্বাস করা যায় না, যারা মুজিবকে হত্যা করেছে তারা যেকোন জঘন্য কাজ করতে পারে।
– উইলিবান্ট
৩। বঙ্গবন্ধুর হত্যাকান্ডে বাঙলাদেশই শুধু এতিম হয় নি বিশ্ববাসী হারিয়েছে একজন মহান সন্তানকে।
– জেমসলামন্ড
৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতীষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ। তাই তিনি অমর।
– সাদ্দাম হোসেন
৫। বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল।
– ইউনেসকো
৬। আওয়ামিলীগ নেতা শেখ মুজিবুর রহমানের মত তেজী এবং গতিশীল নেতা আগামী বিশ বছরের মধ্যে এশিয়া মহাদেশে আর পাওয়া যাবে না।
– হেনরি কিসিঞ্জার
৭। শেখ মুজিবকে চতুর্দশ লুই য়ের সাথে তুলনা করা যায়। জনগন তার কাছে এত প্রিয় ছিল যে লুই ইয়ের মত তিনি এ দাবী করতে পারেন আমি ই রাষ্ট্র।
-পশ্চিম জার্মানী পত্রিকা
৮। বঙ্গবন্ধু সর্বকালের সাহসী নেতা।
– প্রণব মুখার্জি
৯। শেখ মুজিবুর রহমান ভিয়েতনামী জনগনকে অনুপ্রাণিত করেছিলেন।
– কেনেথা কাউণ্ডা
১০। মুজিব না থাকলে বাংলাদেশ কখনই জন্ম নিতনা।
-ফিনান্সিয়াল টাইমস

১১। শেখ মুজিব নিহত হবার খবরে আমি মর্মাহত। তিনি একজন মহান নেতা ছিলেন।তার অনন্যসাধারন সাহসিকতা এশিয়া ও আফ্রিকার জনগনের জন্য প্রেরণাদায়ক ছিল।
– ইন্দিরা গান্ধী
১২। যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা।
– হাসান মতিউর রহমান
১৩। শেখ মুজিব নিহত হলেন তার নিজেরই সেনাবাহিনীর হাতে অথচ তাকে হত্যা করতে পাকিস্তানীরা সংকোচবোধ করেছে।
-বিবিসি-১৫ আগস্ট ১৯৭৫
১৪। শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারাল তাদের একজন মহান নেতাকে,আমি হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে।
– ফিদেল কাস্ত্রো
১৫। শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণী বাংলাদেশ, আমার বাংলাদেশ।।
– গৌরী প্রসন্ন মজুমদার
১৬। আপোষহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ঠ্য।
– ইয়াসির আরাফাত
১৭। পয়েট অফ পলিটিক্স।
-নিউজ উইক
১৮। শেখ মুজিবুর রহমান বিদ্রোহী ছিলেন না, কিন্তু তাঁকে সেই পথে যেতে বাধ্য করা হয়।
– নওয়াজ শরীফ
১৯। যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।
– অন্নদাশঙ্কর রায়
২০। আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তিনি স্বপ্নের মত সত্য ভাষণের কথা বলতেন সুপ্রাচীন সংগীতের আশ্চর্য ব্যাপ্তির কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন।
-জসীমউদ্দীন
২১। নরহত্যা মহাপাপ, তার চেয়ে পাপ আরো বড়ো করে যদি তাঁর পুত্রসম বিশ্বাসভাজন জাতির জনক যিনি অতর্কিতে তাঁরেই নিধন। নিধন সবংশে হলে সেই পাপ আরো গুরুতর।
-অন্নদাশঙ্কর রায়
২২। দিকে দিকে আজ অশ্রম্নুগঙ্গা রক্তগঙ্গা বহমান নাই নাই ভয় হবে হবে জয় জয় মুজিবুর রহমান।
-অন্নদাশঙ্কর রায়
২৩।  

২৬। জনগণকে ভুল পথেও নিয়ে যাওয়া যায়; হিটলার মুসোলিনির মতো একনায়কেরাও জনগণকে দাবানলে, প্লাবনে, অগ্নিগিরিতে পরিণত করেছিলো, যার পরিণতি হয়েছিলো ভয়াবহ। তারা জনগণকে উন্মাদ আর মগজহীন প্রাণীতে পরিণত করেছিলো। একাত্তরের মার্চে শেখ মুজিব সৃষ্টি করেছিলো শুভ দাবানল, শুভ প্লাবন, শুভ আগ্নেয়গিরি, নতুনভাবে সৃষ্টি করেছিলেন বাঙালি মুসলমানকে, যার ফলে আমরা স্বাধীন হয়েছিলাম।
-হুমায়ুন আজাদ
২৪। শেখ মুজিব দৈহিকভাবেই মহাকায় ছিলেন, সাধারণ বাঙালির থেকে অনেক উচুঁতে ছিলো তার মাথাটি, সহজেই চোখে পড়তো তার উচ্চতা। একাত্তরে বাংলাদেশকে তিনিই আলোড়িত-বিস্ফোরিত করে চলেছিলেন, আর তার পাশে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যাচ্ছিল তার সমকালীন এবং প্রাক্তন সকল বঙ্গীয় রাজনীতিবিদ।
-কেনেথা কাউণ্ডা
২৫। শেখ মুজিব সরকারীভাবে বাংলাদেশের ইতিহাস এবং জনগনের হৃদয়ে উচ্চতম আসনে পূর্নপ্রতিষ্ঠিত হবেন।এটা শুধু সময়ের ব্যাপার।এটা যখন ঘটবে তখন নিঃসন্দেহে তার বুলেটবিক্ষত বাসগৃহ অত্যন্ত গুরুত্বপূর্ন স্মারকচিহ্ন এবং কবরস্থান পূন্যতীর্থে পরিনত হবে।
-ব্রায়ান বারণ (১৯৭৫)

SHARE
    Blogger Comment
    Facebook Comment

You are Here by Search

Bangla sms status post english,ইমপ্রেস করার মতো লাভ এসএমএস,নতুন নতুন বাংলা sms,Islamic Sms Bangla,শিক্ষনীয় এসএমএস,Girl Impress SMS Bangla,ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন সুন্দর Facebook status bangla,সেরা শর্ট বাংলা উক্তি । ক্যাপশন। স্ট্যাটাস ও বাণী,Bangla sms love bengali shayari messages status quotes,রোমান্টিক প্রেম বার্তা বাংলা স্ট্যাটাস এসএমএস বাংলা স্ট্যাটাস bangla sad status বাংলা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বাংলা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস